English

26 C
Dhaka
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- Advertisement -

বক্তব্যের মাঝে মেলোনির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, ভিডিও ভাইরাল

- Advertisements -

মিশরের গাজা শান্তি সম্মেলনে বিশ্বের চোখ ছিলো আগে থেকেই। গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এই সম্মেলনকে বিশেষ তাৎপর্যবহ মনেই করা হয়। তবে এই গুরুগম্ভীর সম্মেলনেই ঘটেছে কিছু ভিন্ন রকম ঘটনা। অনেকে এই ঘটনাগুলোকে স্বাভাবিক বা মজার ছলে নিলেও অনেকে আবার সমালোচনা করছেন।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কথোপকথন রাতারাতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্মেলনে গাজা শান্তি চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে প্রশংসা কুড়োনোর পর ডোনাল্ড ট্রাম্প মঞ্চে উপস্থিত বিশ্ব নেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দিকে মুখ করে তার সৌন্দর্য নিয়ে মন্তব্য করেন। যা অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়েছে।

ট্রাম্প বলেন, আমাদের মাঝে একজন নারী (মেলোনি), একজন তরুণী আছেন… আমি জানি না এটা বলা আমার উচিত কিনা, কারণ যুক্তরাষ্ট্রে সাধারণত এমন মন্তব্য করলে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়, ইনি অত্যন্ত সুন্দরী।

এরপর তিনি নিজের মন্তব্য নিয়ে মজাদার ভঙ্গিতে বলেন, কিন্তু আমি ঝুঁকি নিতে প্রস্তুত। এই যে তিনি! আপনি সুন্দরী বললে আপত্তি করবেন না তো? কারণ আপনি সত্যিই সুন্দরী। আসার জন্য আপনাকে ধন্যবাদ, আমি কৃতজ্ঞ।

ভিডিও ফুটেজটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। অনেকে ট্রাম্পের এই মন্তব্যে মেলোনিকে সন্তুষ্ট নন বলেই মন্তব্য করেন।

তবে মেলোনি শুধু ট্রাম্পের প্রশংসার জন্যই আলোচনার কেন্দ্রে আসেননি। সম্মেলন চলাকালীন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার আর একটি ব্যক্তিগত আলোচনাও ভাইরাল হয়েছে।

তুরস্কে তামাকবিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত এরদোয়ান মেলোনিকে বলেন, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। তবে আমি আপনার ধূমপান ছাড়াতে চাই।

পাশে দাঁড়ানো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ হেসে ওঠেন এবং এরদোয়ানের উদ্দেশ্যকে অসম্ভব। এর উত্তরে মেলোনি কেবল হেসে বলেন, আমি জানি, আমি জানি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rqi2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন