English

19 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬
- Advertisement -

বরফে ঢাকা ৭ কিমি দুর্গম পথ হেঁটেই নববধূকে ঘরে তুললেন যুবক

- Advertisements -

ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরজ এলাকায় টানা তুষারপাতে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। চারদিকে বরফে ঢাকা রাস্তা, যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও ভালোবাসা ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গীতেশ ঠাকুর নামের এক যুবক।

স্থানীয় রীতি অনুযায়ী গীতেশ ঠাকুর ও ঊষা ঠাকুরের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে তীব্র তুষারপাতের কারণে বিয়ের পর নববধূকে আনার জন্য কোনো যানবাহন পাওয়া যায়নি। পরিস্থিতির কাছে হার না মেনে গীতেশ কয়েকজন বরযাত্রীকে সঙ্গে নিয়ে হেঁটে প্রায় ৭ কিলোমিটার তুষারঢাকা দুর্গম পথ পাড়ি দিয়ে নববধূর বাড়িতে পৌঁছান।

বিয়ের পর সাধারণত পাল্কিতে করে কনেকে আনার রীতি থাকলেও ঝুঁকিপূর্ণ পথ ও ভয়াবহ আবহাওয়ার কারণে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। পরিবর্তে গীতেশ নিজ হাতে নববধূ ঊষাকে সঙ্গে নিয়ে বরফে ঢাকা পথে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হন।

চার ফুট পর্যন্ত উঁচু বরফের স্তূপ, প্রবল ঠান্ডা ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ আবহাওয়ার মধ্যে প্রায় দীর্ঘ চার ঘণ্টা হাঁটার পর তারা নিরাপদে গীতেশের গ্রামে পৌঁছতে সক্ষম হন।

এই সাহসী ও হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ঘটনাটিকে ভালোবাসা ও দৃঢ়তার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে নবদম্পতির সাহসিকতার প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকের মতে, এ ঘটনা প্রমাণ করে- সত্যিকারের ভালোবাসা যেকোনো প্রাকৃতিক বাধাকেই জয় করতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/381c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন