বন্যপ্রাণীদের রক্ষা করতে বানর এবং হনুমানের মৌলিক অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। এজন্য সে দেশের জনগণদের ভোটে এই সিদ্ধান্ত কার্যকরী করা হবে।
পৃথিবীর বিভিন্ন দেশের মতো সুন্দর দেশ সুইজারল্যান্ডেও অব্যাহত রয়েছে বন্যপ্রাণীদের ওপর অত্যাচার, আক্রমণ এবং হত্যা। একশ্রেণির মানুষের লালসা চরিতার্থ করতে গিয়ে আজ পুরোপুরি বিলুপ্ত হওয়ার পথে বেশিরভাগ বিরল প্রজাতির পশু।
প্রাণীদের বাঁচাতে অন্য দেশের মতো এবার আরো কঠোর পদক্ষেপ নিতে চলেছে সুইস সরকার। জানা গেছে, বিরল প্রজাতির বন্যপ্রাণী বানরদের বাঁচাতে সুইজারল্যান্ডের বাসেল শহরের উওর ক্যান্টন এলাকায় প্রায় এক লাখ মানুষের কাছ থেকে সাক্ষর নেওয়া হয়েছে।
সরকারের কোনো অনুমোদন ছাড়া কেউ যদি পশু শিকার বা হত্যা করে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধেও কঠোর সাজা ঘোষণা করা হবে।
সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালতে এই প্রস্তাবটির বৈধতা দেওয়ার বিরুদ্ধে একটি আবেদন জমা পড়েছিল। তবে সে দেশের সর্বোচ্চ আদালত তা নাকচ করে দেয়।
জানা গেছে, ২০১৯ সালে বাসেলের একটি আদালত এই সংশোধনীর বৈধতার বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছিল। বুধবার সুইজারল্যান্ডের ফেডারেল সুপ্রিম কোর্টও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রত্যাখ্যান করে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yivo
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন