থাইল্যান্ডে রাজার ক্ষমতা কমিয়ে আনা, সরকারে পরিবর্তনসহ নানা দাবিতে চার মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। এ বিষয়ে জানতে চাইলে সিএনএন ও চ্যানেল ফোর নিউজকে থাই রাজা মহা ভাজিরালংকর্ন জানিয়েছেন, ‘তিনি সবাইকে সমান ভালোবাসেন।’
থাইল্যান্ডে যে সঙ্কট চলছে তা উত্তরণে সমঝোতার কোনো সুযোগ আছে কী না এমন প্রশ্নের উত্তরে রাজা বলেছেন, ‘থাইল্যান্ডে সমঝোতার দেশ।’ রবিবার ব্যাংককের গ্রান্ড প্যালেসের রাজকীয় আয়োজনে তিনি এ কথা বলেন।
সড়কে বিক্ষোভকারীদের উদ্দেশ্য কিছু বলবেন কী না জানতে চাইলে রাজা বলেন, ‘নো কমেন্ট’ (কোনো মন্তব্য নেই)।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, ১৯৬৮ সালে ক্রাউন প্রিন্স হওয়ার পর এই প্রথমবারের মতো ৬৮ বছরের থাই রাজা কোনো বিদেশি মিডিয়ার সাথে কথা বলেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন