English

32.3 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, নেতাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা

- Advertisements -

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে আছে শ্রীলঙ্কা। গতকাল সোমবার তাঁর ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলেও থামেনি সহিংসতা।

সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতা শাসক রাজাপক্ষে ও সাংসদদের বেশ কয়েকটি ভবন পুড়িয়ে দিয়েছে।

এর আগে গতকাল দেশটির জাদুঘর, রাজাপক্ষের পৈতৃক বাড়িসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালিয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা।সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছে এবং ১৯০ জন আহত হয়েছে।

এছাড়া রাজধানী কলম্বোর বাইরে বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের এক পার্লামেন্ট সদস্যের (এমপি) গাড়ি ঘিরে ধরলে ওই এমপি প্রথমে বিক্ষোভকারীদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়েন, এরপর নিজের ওপরই গুলি চালান। আত্মঘাতী হওয়া এমপির নাম অমরাকীর্তি আথুকোরালা বলে জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ।

বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সরকারি বাসভবনে থাকা অবস্থায় বিক্ষোভকারীরা সেখানে ভাঙচুর চালানোর চেষ্টা করে।

কর্তৃপক্ষ সহিংসতা দমনের চেষ্টায় বুধবার সকাল পর্যন্ত কারফিউ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mech
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন