ফ্রান্স থেকে পর্তুগালগামী ইজিজেটের একটি ফ্লাইটে বিভ্রান্ত অবস্থায় থাকা এক ২৬ বছর বয়সী পর্তুগিজ নাগরিক ককপিটে ঢোকার চেষ্টা করেন। এ কারণে ফ্লাইটটি বাধ্য হয়ে লিও বিমানবন্দরে ফিরে আসে। পুলিশ ও এয়ারলাইন শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
ফরাসি পুলিশ জানায়, অন্যান্য যাত্রীরা ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে রাখেন এবং বিমান অবতরণ না হওয়া পর্যন্ত তাকে আটকে রাখেন। ইজিজেটের বিবৃতিতে বলা হয়েছে, “লিও থেকে পোর্তোগামী ইজেইউ৪৪২৯ ফ্লাইটটি উড্ডয়নের পর যাত্রীর আচরণের কারণে ফের লিওতে ফিরে আসে। অবতরণের পর পুলিশ তাকে নামিয়ে দিয়ে ফ্লাইট পুনরায় পোর্তোর উদ্দেশে যাত্রা শুরু করে।”
মেডিক্যাল পরীক্ষায় দেখা গেছে, যাত্রী গতিজনিত অসুস্থতা ও বিভ্রান্তিতে ভুগছিলেন। পরে তাকে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।