English

19 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
- Advertisement -

বিমানে ধূমপান করায় নামিয়ে দেওয়া হলো পাকিস্তানি হকি ম্যানেজারকে

- Advertisements -

বিমানের ভেতরে ধূমপান করার অভিযোগে বড় ধরনের বিতর্কে জড়ালেন পাকিস্তান জাতীয় হকি দলের ম্যানেজার ও সাবেক অলিম্পিয়ান অঞ্জুম সাঈদ। আর্জেন্টিনায় অনুষ্ঠিত এফআইএইচ প্রো লিগে পাকিস্তান সিনিয়র হকি দলের সঙ্গে ম্যানেজার হিসেবে সফররত অঞ্জুম সাঈদকে ব্রাজিলে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে জানা যায়, আর্জেন্টিনা থেকে ফেরার পথে পাকিস্তান দলের বিমানটি ব্রাজিলের রিও ডি জেনেইরো বিমানবন্দরে জ্বালানি নেওয়ার জন্য থামে। এ সময় বিমানের ভেতরে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন অঞ্জুম সাঈদ। একই ঘটনায় দলের এক খেলোয়াড়ও জড়িত ছিলেন। এরপর দুজনকেই দুবাইগামী বিমানে আর উঠতে দেওয়া হয়নি।

অঞ্জুম সাঈদ ১৯৯২ অলিম্পিকে পাকিস্তানের হয়ে সেমিফাইনাল খেলেছিলেন। এছাড়া ১৯৯৪ সালে পাকিস্তানের বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দলে তিনি ছিলেন। আর্জেন্টিনা সফরে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। দেশে ফেরার পর অঞ্জুম দাবি করেছেন, ব্যক্তিগত কাজের কারণে তিনি দলের সঙ্গে ফেরেননি।

এদিকে, পাকিস্তান ক্রীড়া বোর্ড (পিএসবি) জানিয়েছে, ঘটনাটি পাকিস্তান ক্রীড়াঙ্গনের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। এ বিষয়ে পাকিস্তান হকি ফেডারেশনকে (পিএইচএফ) একটি স্বাধীন তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পিএসবির এক কর্মকর্তা বলেন, ‘এটি একটি গুরুতর ঘটনা এবং বিষয়টি কীভাবে সামাল দেওয়া হয়, তা তারা পর্যবেক্ষণ করবেন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t4fs
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন