English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

বিহারে নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১০

- Advertisements -

ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে বড় দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার সকালে মুজাফফরপুরের শিল্পাঞ্চলে মোদি কুরকুরে ও নুডলস কারখানায় একটি বয়লারে বিস্ফোরণ ঘটেছে।

এ দুর্ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। আরও অনেক মানুষ আহত হয়েছে বলে স্থানয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। আশেপাশের কারখানার লোকজনও বিস্ফোরণে আহত হয়েছে।

ঘটনাস্থলে স্থানীয় সাংসদ জেসা শাসকসহ একাধিক শীর্ষ কর্মকর্তা উপস্থিত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, বয়লার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এর আওয়াজ ৫ কিলোমিটার পর্যন্ত শোনা গেছে। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি গাড়ি। উদ্ধারকাজ চলছে। তবে এখনো দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার সময় কারখানায় কতজন কাজ করছিলেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। এই পরিস্থিতিতে পুলিশ ও দমকল বাহিনী মিলে উদ্ধার কাজ চালাচ্ছে।

এদিকে ট্রাক্টর দিয়ে কারখানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেশীরা জানান, বয়লার বিস্ফোরণে বিকট শব্দ হয়। এর জেরে এলাকার বাড়িগুলোর জানালা এবং দরজা পর্যন্ত কেঁপে ওঠে।

কারখানার কর্মচারীদের স্বজনরা তাদের প্রিয়জনকে খুঁজতে কারখানার কাছে পৌঁছে গেছেন। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তারা লোকজনকে ভিতরে যেতে বাধা দিচ্ছেন। এই আবহে সেখানে পরিস্থিতি খুব গুরুতর হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4vs4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন