English

28 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

বেশ কয়েকজন কমান্ডারকে বরখাস্ত করলেন ইসরায়েলি সেনাপ্রধান

- Advertisements -

ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান রবিবার ঘোষণা করেছেন যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময়কার ব্যর্থতার দায়ে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং কিছু কর্মকর্তাকে তিরস্কার করা হয়েছে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, কয়েকজন কর্মকর্তাকে রিজার্ভ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে তারা আর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করবেন না। কয়েকজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তিরস্কার জারি করা হয়েছে এবং একজনের চাকরি সমাপ্ত করা হয়েছে। আরেকজন নিজে থেকেই পদত্যাগ করেছেন।

যাদের রিজার্ভ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের মধ্যে ছিলেন সামরিক গোয়েন্দা, অপারেশনস ডিরেক্টরেট এবং গাজা অঞ্চলের দায়িত্বে থাকা সাউদার্ন কমান্ডের সাবেক প্রধানরা। তারা আগে সক্রিয় দায়িত্ব থেকে পদত্যাগ করলেও রিজার্ভ দলে ছিলেন।

আইডিএফের প্রধান স্টাফ দ্বিতীয় ইগাল জামির বলেন, “৭ অক্টোবর আইডিএফ তাদের প্রধান দায়িত্ব—ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা—পালনে ব্যর্থ হয়েছে। এটি একটি গুরুতর, বিস্তৃত ও কাঠামোগত ব্যর্থতা, যা ঘটনাটির আগের সিদ্ধান্ত এবং ঘটনার সময়কার আচরণের সঙ্গে সম্পর্কিত। সেই দিনের শিক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের জন্য এগুলোই আমাদের দিকনির্দেশনা হবে, যেদিকে আমি আইডিএফকে নিয়ে যেতে চাই।”

অক্টোবর ৭–এ ভয়াবহ হামলার পর সরকারের জবাবদিহির দাবিতে ইসরায়েলে জনচাপ বাড়ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এখনো এ ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করেনি। শনিবার হাজারো বিক্ষোভকারী ও বিরোধী নেতারা তেল আবিবে সমবেত হয়ে একটি জাতীয় তদন্ত কমিশনের দাবি জানান।

হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর ওই আক্রমণে ইসরায়েলে প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের স্থল ও বিমান অভিযান গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে সেখানে ৬৯,০০০–এর বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরায়েল ও হামাস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মাসে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে, যা যুদ্ধের সমাপ্তির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b0kp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন