English

25 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

বোর্ড অব পিস’-এ যোগ দিতে আমন্ত্রণ পেলেন জর্ডানের বাদশাহ

- Advertisements -

যুদ্ধবিধ্বস্ত গাজায় ট্রাম্পের গঠন করা ‘বোর্ড অব পিস বা ‘শান্তি বোর্ড’-এ যোগদানের জন্য জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্ছিত করেছে।

এছাড়াও এই বোর্ডে যোগদানের জন্য একাধিক বিশ্ব নেতাকে যোগদানের জন্য অনুরোধ করা হেয়েছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বোর্ড অব পিস’ গঠনের জন্য বর্তমানে বিভিন্ন আইনি প্রক্রিয়ার নথিগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এই বোর্ডটি গাজার অস্থায়ী শাসনব্যবস্থা তত্ত্বাবধান করবে। যেখানে অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, সাইপ্রাসের  প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ‘বোর্ড অব পিস-এ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পরিকল্পনার অধীনে একটি প্রধান বোর্ড থাকবে, যার সভাপতিত্ব করবেন ট্রাম্প নিজেই। একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি থাকবে যা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শাসন পরিচালনার জন্য গঠিত হবে, এবং একটি দ্বিতীয় ‘কার্যনির্বাহী বোর্ড’ থাকবে যা আরও পরামর্শমূলক ভূমিকা পালন করবে বলে মনে হচ্ছে।

হোয়াইট হাউস কর্তৃক নিয়োগপ্রাপ্তদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে, আরও নাম যুক্ত করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oc4t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন