English

30 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
- Advertisement -

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, নিহত ১৩২

- Advertisements -

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে ১৩২ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের ঘনবসতিপূর্ণ পেনহা কমপ্লেক্স ও আলেমাও কমপ্লেক্স এলাকায় এই অভিযান চালানো হয়।

রিও ডি জেনেইরো রাজ্য পাবলিক ডিফেন্ডার অফিস বুধবার এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরে পেনহা কমপ্লেক্স এলাকার রাস্তায় অন্তত ৫০ জনের মরদেহ পড়ে থাকতে দেখে কেঁদে ফেলে স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘রাষ্ট্র গণহত্যা চালিয়েছে। এটি কোনো পুলিশি অভিযান ছিল না। তারা সরাসরি হত্যা করতে, জীবন নিতে এসেছিল।’

এদিকে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের ওই অভিযানে ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো।

তবে তিনি বলেছিলেন, ‘‌নিহতের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে। মরদেহগুলো হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।’

সামরিক ধাঁচের ওই অভিযানের সময় চারজন পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে। রিওর সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন কমান্ডো ভার্মেলহো বা রেড কমান্ডের বিরুদ্ধে অভিযানে অংশ নেন আড়াই হাজার পুলিশ সদস্য।

রিও ডি জেনেইরো কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী ওই অভিযানের সময় সংঘর্ষে ‘৬০ জন অপরাধী’ নিহত হয়েছে। তবে ৩৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা অধিকারকর্মী রাউল সান্তিয়াগো বলেছেন, ‘এমন কয়েকজন ব্যক্তি আছেন, যাদের মূলত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের অনেকের মাথার পেছনে গুলি করা হয়েছে, পিঠে গুলি করা হয়েছে। এটিকে জননিরাপত্তা হিসেবে বিবেচনা করা যায় না।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0hvw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন