English

31 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
- Advertisement -

ব্রিটেনের দুর্গে যৌন নিপীড়ক এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের ছবি প্রদর্শন, গ্রেপ্তার ৪

- Advertisements -

যুক্তরাজ্য সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে। লন্ডনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যাওয়া ট্রাম্পকে ঘিরে মঙ্গলবার রাতে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়ে। শহরের রাজকীয় উইন্ডসর প্রাসাদের দেয়ালে ট্রম্পের সঙ্গে এপস্টেইনের বিশাল ছবি প্রদর্শন করে চারজন গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।

এরপরই ওই ঘটনাগুলো ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, মঙ্গলবার প্রথমে বিক্ষোভকারীরা উইন্ডসর প্রাসাদের দেয়ালে এপস্টেইন ও ট্রাম্পের বিশাল এক ব্যানার টানিয়ে দেন। পরে রাতে তারা আবারও প্রাসাদে দুইজনের ছবি প্রদর্শন করে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে।

সম্প্রতি মার্কিন কংগ্রেসে প্রকাশিত কিছু বার্তা নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। বলা হচ্ছে, ২০০৩ সালের একটি জন্মদিনের স্মরণিকায় ট্রাম্পের বার্তা ছিল। যদিও ট্রাম্প এসব অস্বীকার করেছেন। একই খাতায় ছিলেন পিটার ম্যান্ডেলসনও, যিনি এরই মধ্যে স্যার কিয়ার স্টারমারের মার্কিন দূতের পদ থেকে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে বরখাস্ত হয়েছেন।

টেমস ভ্যালি পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডসর ক্যাসেলে ‘অননুমোদিত প্রক্ষেপণ’-এর মাধ্যমে ‘বিদ্বেষপূর্ণ যোগাযোগের’ অভিযোগে ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, লন্ডনে পৌঁছানোর আগে বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আর রাজা চার্লস আমার ভালো বন্ধু। ইতিহাসে প্রথমবার কেউ দু’বার এমন সম্মান পেল।

এটি আমার জন্য বিশাল সম্মান।’

উইন্ডসর ক্যাসেলে আজ বুধবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। চেকার্সে বৃহস্পতিবার বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের আতিথ্য পাবেন তিনি।

ট্রাম্পের সফরের প্রথম দিনেই ঘোষণা এসেছে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন ‘টেক প্রসপারিটি ডিল’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কোয়ান্টাম কম্পিউটিং ও পারমাণবিক শক্তিসহ নানা খাতে সহযোগিতা করবে দুই দেশ।

চুক্তির অংশ হিসেবে শুধু মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই ব্রিটেনে ৩১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে। এর মধ্যে মাইক্রোসফট একাই দিচ্ছে ২২ বিলিয়ন পাউন্ড। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই চুক্তি দেশজুড়ে ‘সমৃদ্ধি, নিরাপত্তা ও সুযোগ’ তৈরি করবে।

এছাড়া, গত মে মাসে দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক চুক্তির পর এখনও মার্কিন ইস্পাত শুল্ক ২৫ শতাংশে বহাল রয়েছে। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি ব্রিটেনকে সাহায্য করতে চান এবং ভবিষ্যতে শুল্কে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fws0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন