English

26.7 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

ব্রিটেনে ঘূর্ণিঝড়ে উড়ে গেল ছাদ, আছড়ে পড়ল মানুষ! নিহত ১০

- Advertisements -

ব্যাপক মাত্রার ঘূর্ণিঝড়ে যুক্তরাজ্য বিধ্বস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে একের পর এক বাড়ির ছাদ উড়ে গেছে। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে প্রবল হাওয়ার দাপটে ভেঙে গেছে গাড়ি, উপড়ে পড়েছে গাছ।

ঝড়ের কারণে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহবিদরা বলেছেন, দেশটিতে সাম্প্রতিককালে এমন বিধ্বংসী ঝড় আর দেখা যায়নি।

গতকাল স্থানীয় সময় শুক্রবার লিভারপুলে ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আয়ারল্যান্ডে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার ওপর। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঝড়ের কারণে লন্ডনের ও-টু অ্যারেনা স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। একের পর এক বাড়ি তছনছ হয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের কবলে পড়ার বেশ কিছু ভিডিও। এক ভিডিওতে দেখা যায়, ঝড়ের কারণে মহাসড়কে উল্টে পড়ছে মানুষ।

আরেক ভিডিওতে দেখা যায়, ঝড়ের কারণে ভবনের ছাড় উড়ে যাচ্ছে। ঝড়ের দাপটে বিদ্যুুৎবিহীন হয়ে পড়েছে বহু এলাকা।

দেশটিতে ঝড়ের কারণে একের পর এক বিমান বাতিল করা হয়েছে। এক ভিডিওতে দেখা যায়, বিমান অবতরণের সময় ঝড়ের কবলে পড়েছে। শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই এটি অবতরণে সক্ষম হয়েছে।
সূত্র: আনন্দবাজার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xz0g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন