যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের একটি জাদুঘরে সংঘটিত চুরির ঘটনায় বিপুল পরিমাণ মূল্যবান ঐতিহাসিক নিদর্শন হারিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, জাদুঘরের ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ সংগ্রহশালা থেকে এক রাতেই ৬০০টির বেশি ‘উচ্চমূল্যের’ বস্তু চুরি হয়। ঘটনাটি ঘটে গত ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে।
এভন অ্যান্ড সমারসেট পুলিশ জানায়, চুরির ঘটনায় চারজন সন্দেহভাজন জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত করতে ঝাপসা সিসিটিভি (CCTV—ক্লোজড সার্কিট টেলিভিশন) ফুটেজ প্রকাশ করা হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে, কেউ কোনো তথ্য জানলে তা জানাতে।
পুলিশের বিবরণ অনুযায়ী, সন্দেহভাজনদের মধ্যে একজন মাঝারি থেকে ভারী গড়নের, সাদা ক্যাপ ও কালো জ্যাকেট পরা। আরেকজন চিকন গড়নের, ধূসর হুডি পরিহিত। তৃতীয়জনের ডান পায়ে সামান্য খোঁড়াতে দেখা গেছে। চতুর্থজন তুলনামূলক ভারী গড়নের এবং দুই রঙের জ্যাকেট পরা ছিলেন।
চুরি যাওয়া নিদর্শনের মধ্যে ব্রিটিশ ঔপনিবেশিক সময়ের কিছু ঐতিহাসিক বস্তু রয়েছে, যেগুলোর সাংস্কৃতিক গুরুত্ব অনেক। আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, এর মধ্যে হাতির দাঁতের তৈরি একটি বুদ্ধমূর্তি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক কর্মকর্তার ব্যবহৃত কোমরের বকলও রয়েছে। এসব বস্তু জাদুঘরের সংগ্রহে বহুদিন ধরে সংরক্ষিত ছিল এবং অনেকগুলো দান হিসেবে পাওয়া।
এভন অ্যান্ড সমারসেট পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ড্যান বার্গান বলেন, এই চুরি শহরের জন্য বড় ক্ষতি। এসব নিদর্শন ব্রিটিশ ইতিহাসের নানা স্তরকে বুঝতে সহায়তা করত। তিনি জানান, সিসিটিভি বিশ্লেষণ, ফরেনসিক পরীক্ষা এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্ত চলছে।
পুলিশ আশা করছে, জনসাধারণের সহযোগিতায় চুরি যাওয়া ঐতিহ্যবাহী নিদর্শন উদ্ধার করা সম্ভব হবে।
