ফিলিপাইনের নেতা রদ্রিগো দুতার্তের মেয়ে সে দেশের ভাইস-প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন। এরই মধ্যে এ সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন তিনি। ২০২২ সালের নির্বাচনে দুতার্তের মেয়ের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ব্যাপারে গগ কয়েকমাস ধরে যে গুঞ্জন ছিল, অবশেষে সেটার অবসান ঘটল। বার্ত সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিলিপাইনের নির্বাচন কমিশন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, সারা দুতার্তে কারপিও ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থীতা জমা দিয়েছেন। একজন প্রতিনিধির দ্বারা তিনি এটি করেছেন।
সারা দুতার্তে কারপিও’র মুখপাত্র বলেছেন, শিগগিরই এ ব্যাপারে বিবৃতি দিয়ে বিস্তারিত জানাবেন।
এদিকে সারা দুতার্তে কারপিওর ৭৬ বছর বয়সী বাবা রদ্রিগো দুতার্তে গত মাসেই জানিয়ে দিয়েছেন, রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন।
সামনের বছরের মে মাসে ১১০ মিলিয়ন জনগোষ্ঠীর দেশটিতে ভোট হবে। সেই ভোটে সারা দুতার্তে কারপিও জিততে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/w6wd
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন