ভারতের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন রোগীর মৃত্যু হয়েছে।আজ সোমবার ভোরে দেশটির রাজস্থান প্রদেশের জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লাগে। নিমেষেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, যেহেতু অধিকাংশ রোগীরই অবস্থা সঙ্কটজনক ছিল, তাই তারা নিজেরা বেরিয়ে আসতে পারেননি।
হাসপাতালের ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকড় জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। বিষাক্ত গ্যাস ভরে যায় আইসিইউ-তে। সেই সময় আইসিইউ-তে ১১ জন রোগী ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার খবর পেতেই হাসপাতালের কর্মীরা দ্রুত স্ট্রেচারে করে বের করে আনতে শুরু করেন। তবে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ৬ জন রোগীর, যাদের অবস্থা সঙ্কটজনক ছিল, তাদের মৃত্যু হয়েছে। সিপিআর দেওয়া হলেও, তাদের বাঁচানো যায়নি।
অনুরাগ ধাকড় বলেন, ‘আমাদের ট্রমা সেন্টারে দুটি আইসিইউ রয়েছে, একটি ট্রমা আইসিইউ ও একটি সেমি-আইসিইউ। মোট ২৪ জন রোগী ছিলেন। ১১ জন ট্রমা আইসিইউ এবং ১৩ জন সেমি-আইসিইউতে ছিলেন। ট্রমা আইসিইউ-তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেই ৬ জন রোগীর মৃত্যু হয়েছে।’