ভারতে আবারও চলন্ত ভ্যানে ২৮ বছর বয়সী এক যুবতীকে দুই ঘণ্টা ধরে গণধর্ষণ করেছে নরপিশাচরা। এরপর মঙ্গলবার তাকে রাস্তায় ফেলে দেয় তারা। এ ঘটনা ঘটে ফরিদাবাদে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি জানাচ্ছে, ঘটনাটি ঘটে সোমবার ও মঙ্গলবার রাতের মধ্যবর্তী সময়ে। ওই বিবাহিতা নারী রাতে বাসায় ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় ছিলেন।
সে সময় একটি ভ্যান থামে এবং ভেতরে থাকা দুই তরুণ তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে প্রলুব্ধ করে। কিন্তু গাড়িটি বরং গুরগাঁও রোডের দিকে মোড় নেয়। অভিযোগ অনুযায়ী, প্রায় আড়াই ঘণ্টা ধরে তিনি ওই ভ্যানের ভেতর ছিলেন। ওই সময় অভিযুক্তরা তার ওপর নৃশংস যৌন নির্যাতন চালায়। তার প্রতিবাদ সত্ত্বেও তারা থামেনি, বরং হত্যার হুমকি দেয়।
ভোর রাত ৩টার দিকে সিজিএম নগরের রাজা চৌকের কাছে চলন্ত ভ্যান থেকে তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। তার মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় তিনি বারবার তার বোনকে ফোন করছিলেন। পরে বোন ফোন করে বিষয়টি জানতে পারেন। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার মুখে ১০ থেকে ১২টি সেলাই দেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও তিনি মানসিকভাবে চরম আঘাত পেয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করা হয়নি। ভুক্তভোগীর বোন অভিযোগে জানান, ঘটনার আগের দিন রাত সাড়ে ৮টার দিকে ওই নারী তাকে ফোন করে জানান যে তার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে এবং তিনি এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। তিনি আরও বলেন, তিন ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। ওই নারী বিবাহিতা। তার তিনটি সন্তান রয়েছে। দাম্পত্য বিরোধের কারণে স্বামীর থেকে আলাদা থাকেন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
