English

28.8 C
Dhaka
বুধবার, জুলাই ২৩, ২০২৫
- Advertisement -

ভারতে তৈরি ‌‌‘তেজস’ যুদ্ধবিমানে চড়লেন নরেন্দ্র মোদি

- Advertisements -

ভারতের নিজস্ব যুদ্ধবিমান ‘তেজস’-এ চড়লেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেডের বেঙ্গালুরুর (হ্যাল) কার্যালয়ে যান তিনি। সেখানে ভারতীয় বিমানবাহিনীর হালকা এই যুদ্ধবিমানে প্রায় ৪৫ মিনিট চড়েন মোদি। এসময় তেজস যুদ্ধবিমান তৈরির কাজ কিভাবে পরিচালিত হচ্ছে তাও দেখেন তিনি।

পরে তেজস চড়ার বেশ কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লেখেন, ‘তেজসে সফলভাবে একটি যাত্রা সম্পন্ন হয়েছে। এই অভিজ্ঞতাটি অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করেছে। উল্লেখযোগ্য ভাবে আমাদের দেশের সক্ষমতার প্রতি আমার আস্থা বাড়িয়েছে। আমাদের দেশের সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্বিত ও আশাবাদী।’

অন্য আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আজকে তেজশে উড়ে এসে আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে আমরা স্বনির্ভরতার ক্ষেত্রে বিশ্বের কারও চেয়ে কম নই। ভারতীয় বিমান বাহিনী ডিআরডিও এবং হ্যাল এর পাশাপাশি সমস্ত ভারতীয়কে আন্তরিক অভিনন্দন।’

তেজস ‘হ্যাল’ দ্বারা নির্মিত এক আসন ও এক জেট-ইঞ্জিনসহ একটি মাল্টি রোল হালকা যুদ্ধবিমান। এটি একটি লেজ বিহীন ডেল্টা উইনিং বিমান। শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে হালকা ও ছোট যুদ্ধবিমান হল এই তেজস। ইতিমধ্যে ভারতীয় বিমান বাহিনী তেজস যুদ্ধবিমানের ব্যবহার শুরু করেছে। সম্প্রতি মোদির যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রতিরক্ষা জায়ান্ট জিই অ্যারোস্পেস ও হ্যাল এর সাথে চুক্তি হয় যেখানে এই দুই প্রতিরক্ষা সংস্থা এমকে-২-তেজস এর জন্য যৌথভাবে ইঞ্জিন তৈরি করবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/soze
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন