ভারতের রাজস্থানের যোধপুরে চার জন নারী তাদের ১৬ দিনের ভাগ্নেকে পা দিয়ে পিষে হত্যা করেছেন। তারা বিশ্বাস করেছিলেন, এটি তাদের দ্রুত বিয়ের প্রস্তাব পেতে সাহায্য করবে।
শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন নারী তার কোলে একটি শিশুকে নিয়ে বসে কিছু একটা জপ করছেন। তার চারপাশে বসে থাকা আরও কিছু নারীও সেই জপে যোগ দিচ্ছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারিরা সম্ভবত লোকদেবতা ভেরুকে ডাকছিলেন।
ছেলেটির বাবা বলেছেন, যারা তার সন্তানকে হত্যা করেছে, তারা তার শ্যালিকা।
তিনি বলেন, তারা কিছুদিন ধরেই বিয়ে করতে চাইছিল। তারা আমার ছেলেকে পদদলিত করে হত্যা করে, কারণ তারা ভেবেছিল এটি তাদের বিয়ের প্রস্তাব পেতে সাহায্য করবে।
ভুক্তভোগীর বাবা আরও উল্লেখ করেন, আমি চাই খুনিদের কঠোরতম শাস্তি হোক। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
