পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ‘রাতের অন্ধকারে ভারতের কাপুরুষোচিত হামলা’র নিন্দা জানিয়ে বলেছেন, ভারত পশুসুলভ হয়ে উঠেছে, তারা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে।
বুধবার (৭ মে) দেশটির পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বিলাওয়াল বলেন, রাতের অন্ধকারে এই হামলা কাপুরুষোচিত কাজ। যদি তাদের সাহস থাকত, তাহলে তারা দিনের বেলায় যুদ্ধ ঘোষণা করত। তারা আমাদের সৈন্যদের সামনেই দাঁড়াতো। কিন্তু তারা রাতের অন্ধকারে শিশুকে আক্রমণ করেছে…শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্ব এর নিন্দা করছে।
তিনি ভারতকে সতর্ক করে বলেন, তোমরা আমাদের ওপর আক্রমণ করেছো, নিরীহ বেসামরিক নাগরিক, শিশু এবং আমাদের ভূমিতে আক্রমণ করেছো…। এখন তোমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ পাকিস্তানের জবাব এখনো আসেনি। জাতিসংঘের সনদ অনুসারে, এই আক্রমণের যেভাবেই হোক জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের আছে।
বিলাওয়াল আরও বলেন, পাকিস্তানের সমস্ত প্রদেশ এবং জনগণ আমাদের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
ভারতীয় আক্রমণ ‘যুদ্ধের ঘোষণা’
অপরদিকে, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় আক্রমণকে ‘যুদ্ধের ঘোষণা’ বলে অভিহিত করেছেন।
তদন্তের প্রস্তাব পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমরা বারবার জোর দিয়েছি যে, আমাদের হাত পরিষ্কার। সকল অভিযোগের নিরপেক্ষ তদন্তের প্রস্তাব আমরা দিয়েছি।