English

27.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

ভারত-পাকিস্তান ম্যাচের শেষ মুহূর্তে হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যু

- Advertisements -

ভারত-পাকিস্তানের ম্যাচ মানে তো শুধু একটা ম্যাচ নয়, এ যেন দুই দেশের যুদ্ধ। আর মাঠের লড়াইটা যদি হয় টানটান উত্তেজনার, তবে তো স্নায়ু ধরে রাখা ভীষণ কঠিন।

রাজনৈতিক বৈরিতার কারণে এখন শুধু বড় আসরেই দুই দলকে মুখোমুখি দেখা যায়। এই ম্যাচ ঘিরে তাই আগ্রহ থাকে তুঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো চিরপ্রতিদ্বন্দী এই দুই দল। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ বলে জয় পায় ভারত।

এই ম্যাচ দেখতে গিয়ে মৃত্যু হয়েছে ভারতীয় এক যুবকের। জানা গেছে, ভারতের আসামে ম্যাচের শেষ মূহুর্তের উত্তেজনা সামলাতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যান বিটু গগৈ নামে ৩৪ বছর বয়সী এক ভারতীয় ক্রিকেট সমর্থক।

স্থানীয় একটি সিনেমা হলের বড় পর্দায় ভারত-পাকিস্তানের ম্যাচটি দেখানোর আয়োজন করা হয়েছিলো। বিটু সেখানে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। খেলার শেষ সময় যখন কোহলি ছক্কা মারেন, তখনই নিজেকে সামলাতে না পেরে উত্তেজনায় হার্ট অ্যাটাক করেন বিটু।

টান টান উত্তেজনার এই ম্যাচে শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। মোহাম্মদ নওয়াজ প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে আউট করে উচ্ছ্বাসে ভাসিয়েছিলেন পাকিস্তানি শিবিরকে।

পরের দুই বলে দেন ৩ রান। ফলে শেষ তিন বলে ১৩ রান দরকার পড়ে ভারতের। এমন মুহূর্তে নওয়াজের চতুর্থ বলটি কোহলির কোমরের ওপরে উঠলে নো-বল ডাকেন আম্পায়ার। কোহলি হাঁকান ছক্কা।

পাকিস্তানের হাত থেকে ম্যাচটি ছুটে যায় ওই এক ডেলিভারিতেই। বিটু গগৈর বন্ধু জানান, কোহলি ছক্কা মারার পরই আনন্দে জোরে চিৎকার দিয়ে উঠেন তার বন্ধু, সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6qei
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন