English

26 C
Dhaka
বুধবার, মে ৮, ২০২৪
- Advertisement -

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান-অফিস

- Advertisements -
Advertisements
Advertisements

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি জেলা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বৃষ্টির কারণে জরুরি ভিত্তিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস।
সোমবার (৮ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়। ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট। ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ঘরবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছেন ওই সব এলাকার বাসিন্দারা।
এদিকে, চেন্নাইয়ে শনিবার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে। রোববার সকাল পর্যন্ত নুঙ্গামবাক্কামে ২১৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ুর একাধিক জেলায় অতিভারী বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে বৃষ্টি কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেন, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।  শহরের প্রায় ৪৪টি পুনর্বাসন কেন্দ্রে খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া, প্রায় ১৬০টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন