English

25 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
- Advertisement -

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো

- Advertisements -

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মাদুরো সরকার পতনে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, “এখন যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটাই একমাত্র উপায় মাদুরোকে বুঝিয়ে দেওয়ার যে তার এখন চলে যাওয়ার সময় এসেছে।”

মাচাদো অভিযোগ করেন, মাদুরো গত বছরের নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তিনি বলেন, “ওই নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী এডমুন্ডো গনসালেজ উররুতিয়া জয়ী হয়েছিলেন, কিন্তু মাদুরো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। এটা কোনো রেজিম পরিবর্তন নয়, বরং জনগণের ইচ্ছা কার্যকর করার প্রক্রিয়া।”

ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলার উপকূলে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে পশ্চিম ক্যারিবীয় সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা।

অন্যদিকে, মাদুরো অভিযোগ করেছেন, মাচাদো যুক্তরাষ্ট্রের অর্থায়নে ফ্যাসিবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা করছেন। তাঁর দাবি, “মাচাদো আসলে ওয়াশিংটনের হয়ে কাজ করছেন এবং হস্তক্ষেপের মুখপাত্র হিসেবে কাজ করছেন।”

রাশিয়া ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের এই অভিযানের নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে। কারাকাস বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান তাদের সার্বভৌমত্বের ওপর হামলা এবং এক ধরনের অভ্যুত্থান প্রচেষ্টা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tqaq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন