৪৫ বছর বয়সী এক শ্রমিকের হাত তার মালিক কেটে ফেলার অভিযোগ উঠেছে। বকেয়া মজুরি চাওয়ায় ওই শ্রমিকের ওপর ক্ষিপ্ত হয় মালিক। এরপর তার হাত কেটে ফেলার ঘটনা ঘটে।
আজ রবিবার সরকারি একজন কর্মকর্তা বলেছেন, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রেওয়া জেলা থেকে ৪০ কিলোমিটার দূরের সিরমাউর থানার অন্তর্গত দোলমাউ গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, অশোক সাকিটের হাত কেটে ফেলার ঘটনা ঘটেছে। দোলমাউ গ্রামে গণেশ মিশ্রর অধীনে কাজ করতেন তিনি।
এএসপি শিব কুমার ভর্মা বলেছেন, দিনের পর দিন মজুরি বকেয়া রাখছিলেন গণেশ। সেটা চাইতে গিয়ে তোপের মুখে পড়েন অশোক।
জানা গেছে, অশোকের বাড়ি পাদ্রি গ্রামে। বকেয়া মজুরির বিষয়টি নিয়ে সুরাহার জন্য অশোকের সঙ্গে গতকাল শনিবার আরেকজন এসেছিলেন গণেশের কাছে। ওই সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের মধ্যে। একপর্যায়ে গণেশ এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে অশোকের হাত কেটে ফেলে।
এমনকি অশোকের কেটে ফেলা হাত লুকানোর চেষ্টা করে অভিযুক্তরা। কিন্তু পুলিশ পরে সেটি উদ্ধার করেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qb93
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন