English

28 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
- Advertisement -

মস্তিষ্ক ছাড়াই জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের সেই তরুণীর বয়স এখন ২০

- Advertisements -

মস্তিষ্ক ছাড়াই জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের অ্যালেক্স সিম্পসন নামের সেই তরুণী চিকিৎসকদের ভবিষ্যদ্বাণীকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ২০তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন। গত ৪ নভেম্বর নিজের ২০তম জন্মদিন উদযাপন করেছেন অ্যালেক্স। অথচ জন্মের পরই চিকিৎসকরা তার বাবা-মাকে জানিয়ে দিয়েছিলেন, চার বছরের বেশি বাঁচবেন না অ্যালেক্স। কারণ হাইড্রানেনসেফালি নামক বিরল এক রোগ নিয়ে জন্মেছিলেন তিনি। এই রোগের ফলে তার মস্তিষ্ক নেই বললেই চলে।

হাইড্রানেনসেফালি হলো একটি গুরুতর ও বিরল স্নায়বিক ব্যাধি। এর ফলে মস্তিষ্কের অর্ধগোলক– যার মাধ্যমে মানুষ চিন্তা ও সমন্বয় করে তা আংশিক বা সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে। সে জায়গাটি সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক-মেরুদণ্ডীয় তরল দ্বারা পূর্ণ হয়। সাধারণত এই রোগের ফলে জন্মের কয়েক বছরের মধ্যে শিশুর মৃত্যু হয়। অ্যালেক্সের ঘটনাটিকে তাই ‘মেডিকেল মিরাকল’ হিসেবে দেখা হচ্ছে।

অ্যালেক্সের বাবা শন সিম্পসন বলেন, ‘এই রোগের অর্থ হচ্ছে, তার মস্তিষ্ক নেই। অর্ধেক নয়, তার পুরো মস্তিষ্কই অনুপস্থিত। তার মস্তিষ্কের পেছনের অংশে থাকা সেরিবেলামের (মস্তিষ্কের একটি অংশ) আকার আমার কনিষ্ঠার অর্ধেকের সমান।

হাইড্রানেনসেফালির ফলে অ্যালেক্স শ্রবণ এবং দৃষ্টিশক্তি নেই। তবে তার পরিবারের বিশ্বাস, এরপরও অ্যালেক্স তাদের উপস্থিতি, এমনকি অনুভূতিও বুঝতে পারে। অ্যালেক্সের ১৪ বছর বয়সি ভাই এসজে বলেন, ‘অ্যালেক্সের পাশে যদি দুশ্চিন্তাগ্রস্ত কেউ বসে থাকে, কোনো আওয়াজ না করলেও অ্যালেক্স সেটা বুঝতে পারে। যেমন আমাদের দাদির পিঠে যদি ব্যথা হয়, দাদি পাশে বসলে ও সেটাও বুঝতে পারে।

চিকিৎসকদের ধারণাকে ভুল প্রমাণ করেছেন অ্যালেক্স। ৪ বছরের বেশি বাঁচবে না বললেও অ্যালেক্স এ বছর কুড়ি বছরে পা রাখলেন। কীভাবে সম্ভব হলো এই মিরাকল? বিশ্বাস আর ভালোবাসার জোরেই অ্যালেক্স সব বাধা পেরিয়ে এখনো শ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন। তার বাবা শনের ভাষায়, ২০ বছর আগে আমরা অত্যন্ত ভয়ে ছিলাম। কিন্তু এতদূর আসা সম্ভব হয়েছে আমরা বিশ্বাস রেখেছি বলেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ulmb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন