English

26.9 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

মাউন্ট ফুজিতে দেখা মেলেনি বরফের, ১৩০ বছরে এই প্রথম

- Advertisements -

জাপানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ফুজি। যেখানে সাধারণত অক্টোবরের শুরুতে তুষারপাত দেখা যায়। এই মৌসুমে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে এখনও তুষারপাত শুরু হয়নি। গত ১৩০ বছরের মধ্যে এমন অবস্থা দেখা যায়নি জায়গাটিতে।

জাপানের মাউন্ট ফুজিতে মূলত অক্টোবরের শুরুর দিকেই বরফ পড়তে শুরু করে। কিন্তু দেশটির শীর্ষ এই জায়গাটিতে এখনো দেখা মিলছে না বরফের। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে দৃশ্যমান।

জাপানে অক্টোবর কিছুটা শীতল হলেও তাপমাত্রা গড়ের উপরে রয়ে গেছে, নভেম্বরে পা দিয়েও মাউন্ট ফুজির চূড়ায় এখনো বরফ দেখা যায়নি। মাউন্ট ফুজিতে বরফ পড়া শুরু হলে বোঝা যায় শীত এসে গেছে। গ্রীষ্মের ক্লাম্বিং মৌসুমের পরই এমন আবহাওয়া দেখা যায়।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মাউন্ট ফুজিতে গড়ে অক্টোবরের দুই তারিখ থেকে বরফ পড়ে। গত বছর ৫ অক্টোবর শুরু হয়েছিল।

জাপানের কোফু স্থানীয় আবহাওয়া অফিস প্রতিষ্ঠিত হয় ১৮৯৪ সালে। এরপর থেকে প্রতিবছরই প্রথম বরফের খবর প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি।

কোফু অফিসের আবহাওয়া কর্মকর্তা শিনিচি ইয়ানাগি বলেন, গ্রীষ্মকাল থেকে জাপানে উচ্চ তাপমাত্রা ও পরে বৃষ্টিপাতের কারণে কোনো তুষারপাত হয়নি।

১৮৯৮ সালে পরিসংখ্যান শুরু হওয়ার পর থেকে জাপানে এই বছর সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম রেকর্ড করা হয়েছে।

গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ২,২০,০০০-এর বেশি মানুষ ফুজি পর্বত আরোহণ করেছিল। মাউন্ট ফুজি বছরের বেশিরভাগ সময় তুষারে ঢাকা থাকে। কিন্তু জুলাই-সেপ্টেম্বর পর্বতারোহণের মরসুমে অভিযাত্রীরা পাথুরে ঢাল বেয়ে চলে যেতে পারে। অনেকেই ৩৭৭৬ মিটার (১২৩৮৮ ফুট) চূড়া থেকে সূর্যোদয় দেখতে রাতের মধ্যে আরোহণ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8fx4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন