মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন পেলেন অ্যামি কোনি ব্যারেট। হোয়াইট হাউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজে এই তথ্য আজ শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর তিনজন বিচারপতিকে নিয়োগ দিতে যাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের মনোনয়নের পর এই প্রম্তাব পাস হতে সমর্থন প্রয়োজন সিনেটের। সেখানে একশ’ আসনের মধ্যে ক্ষমতাসীন রিপাবলিকাদনের রয়েছে ৫৩ আসন। আর প্রস্তাব পাস হতে প্রয়োজন ৫১ ভোট। তাই অ্যামি কোনি ব্যারেটের নিয়োগ অনেকটাই নিশ্চিত।
এ নিয়ে সুপ্রিম কোর্টের বিচার বিভাগে ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই রিপাবলিকানদের মনোনীত। বিচারক রুথ বেইডার গিন্সবার্গের মৃত্যুর পর শুন্য হয় পদটি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cqyy
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন