প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা অজুহাতে ভেনেজুয়েলা, ইরান ও নাইজেরিয়ার বিরুদ্ধে ‘অর্থহীন’ যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে নেওয়ার ঝুঁকি নিচ্ছেন। মার্কিন কলামিস্ট টেড স্নাইডার দ্য আমেরিকান কনজারভেটিভের ওয়েবসাইটে প্রকাশিত একটি মতামত নিবন্ধে এমনটাই বলেছেন।
বিশেষজ্ঞ যুক্তি দেন, ‘শান্তির প্রেসিডেন্ট’ বলে গর্ব করার পরেও ডোনাল্ড ট্রাম্প ইরান, ভেনেজুয়েলা ও নাইজেরিয়ার বিরুদ্ধে আমেরিকাকে তিনটি নতুন যুদ্ধে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। এই তিনটি যুদ্ধই আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার আমেরিকার দাবিকে ভেঙে ফেলবে।
তিনি উল্লেখ করেন, এসব যুদ্ধের সবকটিই ওইসব অঞ্চলগুলোতে আমেরিকার অবস্থানকে আরও বিপন্ন করবে। এগুলোর সবকটিই অর্থহীন, কারণ এগুলো মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি।
টেড স্নাইডার ভেনেজুয়েলা, ইরান ও নাইজেরিয়ায় হস্তক্ষেপ সম্পর্কে ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন।
তিনি মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের তথ্য উদ্ধৃত করে বলেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না। তিনি এই ধারণা নিয়েও প্রশ্ন তোলেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ করা ‘প্রয়োজন’।
স্নাইডার ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের ন্যায্যতার দাবিও প্রত্যাখ্যান করেন। তার মতে, এই বছরের শুরুতে একটি মাদক-সংক্রান্ত প্রতিবেদনে জাতিসংঘ মূল্যায়ন করেছে, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সঙ্গে জড়িত নয়। মাদুরো ভেনেজুয়েলার মাদকের রাজা নন। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ অর্থহীন হবে।
গত ১ নভেম্বর ট্রাম্প বলেছিলেন, তিনি পেন্টাগনকে নাইজেরিয়ায় খ্রিস্টানদের সুরক্ষার জন্য তথাকথিত ‘ইসলামিক সন্ত্রাসীদের’ বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।
তবে মার্কিন বিশেষজ্ঞ স্নাইডার নাইজেরিয়ায় ‘খ্রিস্টান এবং মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা’ স্বীকার করে বলেছেন, ‘এমন সহিংসতা রয়েছে, যেগুলো ভূমি নিয়ে বিরোধ- আগুলো ধর্মের মাধ্যমে প্রভাবিত নয়।’
