একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে মিশরের রাজধানী কায়রোতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন এবং ভবনের ধ্বংসস্তুপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। খবর আল-জাজিরার।
আজ শনিবার স্থানীয় সময় ভোরে শহরটির এল-সালাম এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে। জানা গেছে, ১০ তলা ধ্বংসস্তুপের ভেতর থেকে ২৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আটকে পড়া বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lc00