হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার গাজা উপত্যকার উত্তরাংশে এ হামলা চালানো হয়। তবে তার শেষ অবস্থা কি হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ইসরায়েলি সেনা ও গোয়েন্দা সংস্থা শিন বেট যৌথভাবে জানায়, তারা গাজা সিটির হামাসের এক শীর্ষ কর্মকর্তাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে।
যদিও আনুষ্ঠানিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি, তবে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো দাবি করেছে যে- লক্ষ্যবস্তু ছিলেন হুদাইফা সামির আবদাল্লাহ আল-খালুত। যিনি তার ছদ্মনাম আবু ওবায়দা নামেই বেশি পরিচিত।
আবু ওবায়দা সবসময় মুখোশ পরে গণমাধ্যমে বিবৃতি দেন এবং তিনি গাজা ছাড়াও আরব বিশ্বের বিভিন্ন স্থানে এক প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনী তার সম্ভাব্য চেহারার একটি ধারণা প্রকাশ করেছিল।
হামলার ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো আশাবাদ ব্যক্ত করেছে। এক কর্মকর্তা ইসরায়েলের চ্যানেল ১২-কে বলেন, ‘আমরা সতর্কভাবে ইতিবাচক দিক দেখতে পাচ্ছি।’
আরেকজন কান পাবলিক ব্রডকাস্টারকে জানান, ফল ভালোর দিকেই যাচ্ছে।
গাজার স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ওই বিমান হামলায় একটি আবাসিক ভবন লক্ষ্যবস্তু হয়, যেখানে আবু ওবায়দা অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুদেরও থাকার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় বেসামরিক ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নিয়েছিল, যেমন নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অস্ত্র ব্যবহার, আকাশ থেকে নজরদারি ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য কাজে লাগানো।