English

30.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

মৃত্যুর আগে পুত্রবধূকে ২৫৭ মিলিয়ন ডলারের উপহার দিলেন হংকংয়ের এক ধনকুবের

- Advertisements -

ধনকুবের শ্বশুরের কাছ থেকে ২৫৭ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের উপহার পেলেন ক্যাথি চুই নামের এক নারী।

দ্য স্ট্যান্ডার্ড তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মার্চ মাসে মৃত্যুর আগে হংকংয়ের ধনকুবের লি শাউ-কি তার পুত্রবধূ ক্যাথিকে একটি বিলাসবহুল ইয়ট, একটি প্রাসাদসম বাড়ি, তার সন্তানদের জন্য একটি শিক্ষা তহবিল এবং লাখ লাখ ডলার মূল্যের জমি উপহার দিয়েছেন।

ক্যাথি চুই কে?

ক্যাথি চুই হলেন হংকংয়ের দ্বিতীয় ধনী ব্যক্তি লি শাউ কি-এর ছোট ছেলে মার্টিন লি-র স্ত্রী। ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, ক্যাথে এবং মার্টিন ২০০৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যাকে মিডিয়া ‘শতাব্দীর বিয়ে’ বলে অভিহিত করেছিল।

ক্যাথি মার্টিনের সাথে বিয়ের আগে একজন অভিনেত্রী ছিলেন। তিনি আজ হংকংয়ের একজন সুপরিচিত সমাজসেবী এবং সমাজসেবী। ট্যাটলার এশিয়া তাকে “সমাজসেবার আলোকবর্তিকা”  হিসেবে বর্ণনা করে।

তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বেশ কয়েকটি পুরষ্কারে ভূষিত করা হয়েছে, যার মধ্যে ২০১৮ সালে তিনি সমাজসেবায় অসামান্য অবদানের জন্য amfAR Award of Courage পুরস্কারেও ভূষিত হন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xslq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন