শুক্রবার দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে বলা হয়েছিল, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে সিবিএস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ৬.৫ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোসের কাছে জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর কাছে।
রাজ্যের গভর্নর এভলিন সালগাদো জানিয়েছেন, গুয়েরেরোতে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ভূমিকম্পে ১২ জন আহত হয়েছেন। ব্রুগাদা আরো জানিয়েছেন, শুক্রবারের ভূমিকম্পের পরের কম্পন এখনো অনুভূত হচ্ছে।তিনি স্থানীয়দের শান্ত থাকার এবং প্রস্তুত থাকার আহ্বান জানান। এ ছাড়া জরুরি ব্যাকপ্যাকের কথা উল্লেখ করেন। যেখানে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র মেক্সিকোর জাতীয় দুর্যোগ প্রতিরোধ কেন্দ্র বাসিন্দাদের দুর্যোগের প্রথম ঘণ্টাগুলোতে বেঁচে থাকার জন্য প্রয়োজন। এতে বলা হয়েছে, জিনিসপত্রের মধ্যে একটি টর্চলাইট, রেডিও, পানি, শুকনা খাবার, উষ্ণ পোশাক এবং সব গুরুত্বপূর্ণ নথির একটি ফটোকপি রাখতে বলা হয়েছে।ব্রুগাডা জানিয়েছে, ধসের ঝুঁকি থাকায় দুটি কাঠামো মূল্যায়ন করা হচ্ছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে, ৩৪টি ভবন এবং ৫টি বাড়ি পরিদর্শন করা হচ্ছে।’ শুক্রবার ভোরে মেক্সিকান ভূমিকম্প সতর্কতাব্যবস্থা শোনার পর, বাসিন্দারা এবং পর্যটকরা মেক্সিকো সিটি এবং আকাপুলকোর রাস্তায় ছুটে আসেন। ১৯৮৫ সালের মারাত্মক ভূমিকম্পের পরে ভূমিকম্পের জন্য নানা ব্যবস্থা স্থাপন করা হয়। ওই ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছিল।গতকালের ভূমিকম্পের সময় রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাউম সংবাদ সম্মেলন করছিলেন। ওই মুহূর্তে ধারণ করা একটি ভিডিওতে শেইনবাউমকে ‘এটি কাঁপছে’ বলতে শোনা যায় এবং অ্যালার্ম বেজে ওঠে। আরো ভিডিওতে মেক্সিকো সিটিতে ভবনগুলোকে কাঁপতে দেখা যায়।