নাগরিকদের সঙ্গে কথা বলার সময় হেনস্তার শিকার হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউম। স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে পেছন থেকে স্পর্শের পর চুমু দেওয়ার চেষ্টা করেন মদ্যপ এক ব্যক্তি।
প্রেসিডেন্ট জানিয়েছেন, রাজধানী মেক্সিকো সিটিতে হেঁটে সরকারি এক বৈঠক থেকে আরেক বৈঠকে যাওয়ার সময় যৌন হেনেস্তার মুখোমুখি হয়েছেন তিনি। একজন পুরুষ তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন তিনি। নিরাপত্তা কর্মকর্তাদের হস্তক্ষেপের আগেই প্রেসিডেন্টকে পেছন থেকে স্পর্শ করেন ওই ব্যক্তি।
বুধবার (৫ নভেম্বর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তি চুম্বনের জন্য প্রেসিডেন্ট শাইনবাউমের দিকে পেছন থেকে ঝুঁকে পড়েন। একপর্যায়ে তিনি হাত দিয়ে প্রেসিডেন্টের শরীর স্পর্শ করেন। এসময় প্রেসিডেন্ট আলতোভাবে তার হাতটি সরিয়ে দেন এবং তার দিকে তাকিয়ে হাসিমুখে বলেন, ‘আতঙ্কিত হবেন না।’
শাইনবাউম তার পূর্বসূরী এবং রাজনৈতিক পরামর্শদাতা সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের মতো জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখার চেষ্টা করেন। প্রায়শই তিনি সেলফি এবং করমর্দনের জন্য জনগণকে সুযোগ দেন।
এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর বুধবার প্রেসিডেন্ট জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, ‘যদি প্রেসিডেন্টের সঙ্গেই এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের দেশের সব তরুণীদের অবস্থা কোন পর্যায়ে আছে! নারীদের ব্যক্তিগত স্থান অপব্যবহার করার অধিকার কোনো পুরুষের নেই।’
রয়টার্স জানিয়েছে, এ ঘটনার ভিডিও ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ার পর কিছু অ্যাকাউন্ট থেকে সেটি সরিয়ে নেওয়া হয়। তবে এতে লিঙ্গভিত্তিক সহিংতা ও পুরুষতন্ত্রে ডুবে থাকা মেক্সিকোতে নারীরা কী ধরনের নিরাপত্তাহীনতার মুখোমুখি হয় তা দেশটির অনেকের কাছে পরিষ্কার হয়ে গেছে।
