English

27.3 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

মোদির শপথ সামনে রেখে মন্ত্রণালয় ভাগাভাগির বৈঠক জোট শরিকদের

- Advertisements -

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানকে সামনে রেখে আবারও বৈঠকে বসতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এবারের বৈঠকের আলোচ্য বিষয় মন্ত্রণালয় ভাগাভাগি। অর্থাৎ জোটের শরিকদের কোন কোন মন্ত্রণালয় দেওয়া হবে তা ঠিক করা হবে। যদিও এ বিষয়ে এরই মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে।

এর আগে এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদিকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে রবিবার শপথ নেবেন মোদি। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই জানানো হয়েছিল শনিবার শপথ নেবেন মোদি। কিন্তু এরপর জানা যায় ৮ নয়, ৯ জুন শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

জোটের গুরুত্বপূর্ণ নেতা নাইডু ও নীতিশ কুমার এরই মধ্যে বিজেপির প্রতি সমর্থন দিয়েছেন। ফলে তাদের আর সরকার গঠনে বাধা নেই। তবে নতুন সরকারের মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে চলছে দরকষাকষি। জোটের সদস্যরা এবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চাইছে। কারণ জোটের ওপর নির্ভর করেই এবার সরকার গঠন করতে হচ্ছে মোদিকে।

দেশটির লোকসভায় মোট আসন ৫৪৩। এর মধ্যে এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন।

সরকার গঠনের জন্য এবার একক সংখ্যাগরিষ্ঠাতা পায়নি বিজেপি। দলটি মোট ২৪০ আসনে জয় পেয়েছে। একককভাবে সরকার গঠনে প্রয়োজন ২৭২ আসন । 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7own
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন