ভারতের উত্তরপ্রদেশের আলিগঞ্জ থানাধীন কিনৌদি খয়রাবাদ গ্রামে ঘটছে এক মর্মান্তিক ঘটনা। মৌমাছির ঝাঁকের আক্রমণে মৃত্যু হয়েছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আতার সিংয়ের (৬২)।
জানা যায়, আতার সিং তার দুই ছেলের সঙ্গে জমিতে পানি দিতে গিয়েছিলেন। ওই সময় আচমকাই একটি বড় মৌমাছির ঝাঁক তাদের উপর হামলা চালায়। পরিবারের সদস্যরা কোনওভাবে সেখান থেকে পালাতে পারলেও আতার সিং গুরুতর অসুস্থ হয়ে মোহাচ্ছন্ন অবস্থায় মাটিতে পড়ে যান।
তাকে দ্রুত স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের মতে, মৌমাছির দলবদ্ধ হুল ফোটানো শরীরে তীব্র অ্যালার্জিক শক তৈরি করতে পারে, যা কয়েক মিনিটের মধ্যেই প্রাণঘাতী হয়ে ওঠে।
