রাস্তায় হওয়া সংঘর্ষের জেরে এক প্রসূতি নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির ফ্লোরিডার একটি রাস্তায় এক মোটরসাইকেলকে ধাক্কা দেন সারা নিকোল নামের ওই প্রসূতি নারী।
পুলিশ জানিয়েছে, প্রথমে তিনি ‘ইচ্ছা করেই’ মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছিলেন। মোটরসাইকেলে থাকা অ্যান্ড্রু ডার (৪০) এতে সামান্য আঘাতপ্রাপ্ত হন। তিনি তখন মোটরসাইকেল থেকে নেমে সারাকে পুলিশের জন্য অপেক্ষা করতে বলেন। কিন্তু পুলিশ এসে ঘটনার একটা সমাধান করবে এমন প্রস্তাব না মেনে সারা গাড়ি চালিয়ে চলে যান।
ফলে অ্যান্ড্রুও তাকে অনুসরণ করতে থাকেন। এক পর্যায়ে সারা তার বাড়িতে পৌঁছে ভেতর থেকে একটি বন্দুক নিয়ে আসেন। এসময় বাইরে থাকা অ্যান্ড্রু পুলিশের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু সারা তার দিকে বন্দুক তাক করলে অ্যান্ড্রু তার কাছে থাকা বৈধ অস্ত্র বের করেন এবং সারাকে গুলি করেন।
এতে ঘটনাস্থলেই সারার মৃত্যু হয়। এখনো অ্যান্ড্রুর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। বরঞ্চ তিনি সেখানকার তদন্তকারী কর্মকর্তাদের সাহায্য করছে বলে নিউ ইয়র্ক পোস্টের রিপোর্টে জানানো হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/i87p