English

32.7 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রে বিমানে যান্ত্রিক ত্রুটি, অল্পের জন্যে প্রাণে বাঁচেন ক্রুসহ ১৬৬ যাত্রী

- Advertisements -

ঘটনাটি গত ২৫ জুলাইয়ের। ওই যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সৃষ্টি হয় এক চাঞ্চল্যকর পরিস্থিতির। আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের সময় হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যেতে বাধ্য হয়। এসময় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ধোঁয়ায় ভরে যাওয়া কেবিন থেকে যাত্রীদের স্লাইড ব্যবহার করে দ্রুত নামিয়ে নেওয়া হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১৬৮৫ নর্থ ক্যারোলিনার শার্লটের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু রানওয়েতে গতি নেওয়ার সময় বিমানের ল্যান্ডিং গিয়ারে ‘কারিগরি সমস্যা’ ধরা পড়ে। পাইলটরা সঙ্গে সঙ্গে টেকঅফ বন্ধ করে দেন এবং বিমানে থাকা ১৬০ যাত্রী ও ৬ ক্রুকে দ্রুত নামিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারবাস এ৩২১ মডেলের সেই প্লেনে তৎক্ষণাৎ জরুরি সাড়া জাগানো ইউনিট পৌঁছে যায়। ধারণা করা হচ্ছে, ওভারহিটেড ব্রেক থেকেই কেবিনে ধোঁয়া ছড়ায়। যদিও কোনও অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত হয়নি, তবু ধোঁয়ার উপস্থিতি যাত্রীদের মধ্যে ভয় ও আতঙ্ক বাড়িয়ে তোলে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যাত্রীরা চিৎকার করতে করতে রানওয়েতে নামছেন এবং বিমানের কাছ থেকে দৌঁড়ে সরে যাচ্ছেন। একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের কেবিন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে-যা যাত্রীদের মধ্যে আগুন লাগার আশঙ্কা আরও বাড়িয়ে তোলে।

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে, তবে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে এর বড় কোনো প্রভাব পড়েনি বলে কর্তৃপক্ষ জানায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b1xi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন