যুদ্ধক্ষেত্রে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নতুন এক উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করছে জার্মানি— সাইবার তেলাপোকা। এই বিশেষ ধরনের তেলাপোকা আসলে জীবিত পোকামাকড়ের শরীরকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে যুক্ত করে তৈরি একধরনের বায়ো-রোবট। এর পিঠে বসানো হয়েছে ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর, যা শত্রুপক্ষের অবস্থান ও পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দিতে সক্ষম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
জার্মানির একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এ প্রযুক্তি তৈরি করছে। প্রতিষ্ঠানটির প্রধান স্টেফান উইলহেলম জানিয়েছেন, ‘এই বায়ো-রোবটগুলো শত্রু নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তাৎক্ষণিকভাবে নজরদারি করতে পারবে এবং রিয়েল-টাইমে তথ্য সরবরাহ করবে।”
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর থেকে জার্মানি প্রতিরক্ষা প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, সাইবার তেলাপোকার মতো উদ্ভাবন আধুনিক যুদ্ধের ধারা বদলে দিতে পারে।
বিশ্লেষকদের আরও ধারণা, এই প্রযুক্তির ব্যবহার শুধু সেনাবাহিনীতে সীমাবদ্ধ থাকবে না— এটি নিরাপত্তা বাহিনী, দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির প্রতিরক্ষা নীতিতে যে পরিবর্তন এসেছে, তা এখন আরও সুসংহত হচ্ছে। দেশটি এখন শুধু অস্ত্র সংগ্রহে নয়, বরং উচ্চপ্রযুক্তি ও স্মার্ট সল্যুশনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার দিচ্ছে।