English

27.3 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প

- Advertisements -

রোজি ও’ডোনেল, একজন মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক। তার ওপর বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, রোজির মার্কিন নাগরিকত্ব কেড়ে নিতে পারেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যা হয়। এতে শতাধিক প্রাণহানি ঘটে। বন্যার পর রোজি ও’ডোনেল আবহাওয়ার পূর্বাভাস সংস্থাগুলো নিয়ে ট্রাম্প প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন। এ কারণেই রোজির বিরুদ্ধে চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “রোজি ও’ডোনেল আমাদের মহান দেশের স্বার্থের উপযোগী নন। এ বিবেচনায় তার নাগরিকত্ব বাতিলের বিষয়টি আমি গুরুত্ব দিয়ে ভাবছি।”

ট্রাম্প আরও লেখেন, “তিনি (রোজি) মানবতার জন্য হুমকি। তার আয়ারল্যান্ডের মতো চমৎকার দেশে থাকা উচিত, যদি তারা তাকে চায়। ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুন।”

দীর্ঘদিন ধরেই ট্রাম্প অননুমোদিত অভিবাসীদের গণহারে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। সম্প্রতি ট্রাম্প বলছেন, তার মতের সঙ্গে মিলছে না, এমন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও তিনি দেশ থেকে বের করে দেবেন।

যদিও যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী, জন্মসূত্রে পাওয়া কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। রোজির জন্ম নিউইয়র্কে। তিনি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক।

ট্রাম্প প্রশাসনের সমালোচনায় কী বলেছিলেন রোজি?

চলতি মাসে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রোজি। ভিডিওতে তিনি ৪ জুলাই টেক্সাসের ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ১১৯ জনের প্রতি শোক জানান। সেই সঙ্গে এ বন্যার পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে ব্যর্থতার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া পরিবেশ ও বিজ্ঞান সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক কাটছাঁট এ জন্য দায়ী।

ভিডিওতে রোজি আরও বলেন, “টেক্সাসে কী ভয়াবহ গল্প। আপনি এটা জানেন যে যখন প্রেসিডেন্ট প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ও সরকারের আবহাওয়া পূর্বাভাসের সক্ষমতা ব্যর্থ করে দেন, তখন এর ফলাফল আমরা নিত্যদিন দেখতে শুরু করব।”
মূলত এরপরই রোজির সমালোচনায় সরব হন ট্রাম্প।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fnms
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন