English

27.8 C
Dhaka
সোমবার, আগস্ট ২৫, ২০২৫
- Advertisement -

যে কারণে খামেনিকে ধন্যবাদ দিলেন ইরানের প্রেসিডেন্ট

- Advertisements -

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির ঐক্য ও সংহতিকে শত্রুর ষড়যন্ত্র মোকাবিলার প্রধান অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় ঐক্য ও মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভাজনমূলক নীতি ব্যর্থ করবে।

তেহরানে ইমাম খোমেনির সমাধি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এই সপ্তাহটি ১৯৮১ সালে রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রেজাই ও প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভাদ বাহোনারের শাহাদাতবার্ষিকীকে স্মরণ করে পালিত হয়।

প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যে কোনো বিভাজন—দেশের ভেতরে হোক বা মুসলিম জাতির মধ্যে তা ইসরায়েলি শাসন ব্যবস্থার স্বার্থ রক্ষা করে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে শত্রুরা আমাদের আক্রমণ করার সাহস পাবে না।

তিনি বলেন, দেশের ভেতরে কিংবা প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভাজনমূলক বক্তব্য একধরনের ‘বিশ্বাসঘাতকতা’।

পেজেশকিয়ান জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর মধ্যে ফাটল ধরিয়ে পারস্পরিক দ্বন্দ্ব বাড়াতে চায়। তিনি মুসলিম বিশ্বকে সংঘাত এড়িয়ে ভ্রাতৃত্ব ও ঐক্য জোরদারের আহ্বান জানান।

আয়াতুল্লাহ খামেনির সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, নেতার দিকনির্দেশনা ও সদয় সমর্থন আমাদের কাজকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। এটি আমাদের দায়িত্বকে আরও কঠিন করে, যাতে আমরা ইসলামী বিপ্লব ও ইমাম খোমেনির আদর্শের পথে অগ্রসর হতে পারি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2iee
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন