তিনি বলেন, ‘দেশে জন্মহার ২.১ রাখতে হবে।
তিনি আরো বলেন, ভারতের জন্য তিনটি সন্তান নেওয়ার পরামর্শ অন্য অনেক দেশেও প্রচলিত রয়েছে। জনসংখ্যা বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণায় এটা স্পষ্ট হয়েছে যে, যদি কোনো জাতির জনসংখ্যা বৃদ্ধির হার ২.১ এর নিচে নেমে যায়, তবে সেই সমাজ অবলুপ্তির পথে চলে যায়।
তিনি বলেন, ‘এ ধরনের ধ্বংসের জন্য বাইরে থেকে কোনো আক্রমণের প্রয়োজন হয় না, সেই জাতি নিজেই ধ্বংস হয়ে যায়।’ তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘অনেক ভাষা এবং সভ্যতা এর আগে এমনভাবে বিলুপ্ত হয়ে গেছে।তাই জনসংখ্যা বৃদ্ধির হার কখনও ২.১ এর নিচে হতে দেওয়া উচিত নয়।’