English

28 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

যোগীর হুংকার

- Advertisements -

ভারতে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তেজনা থামছেই না। এবার ওই মন্তব্যের জেরে প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনি বলেছেন, সনাতন ধর্মের বিনাশ ঘটাতে চেয়েছিলেন রাবণ, কংস, বাবর, ঔরঙ্গজেব সকলেই। কিন্তু কেউই সনাতন ধর্মকে নষ্ট করতে পারেনি। তাই ক্ষমতালোভী পরজীবীরা চেষ্টা করলেও সনাতন ধর্মকে শেষ করতে পারবেন না।

দেশটিতে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র উদয়নিধি। এরপর থেকেই এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা চলছে।

হিন্দুদের জন্মাষ্টমী উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের এ মুখ্যমন্ত্রী। সেখানেই সনাতন ধর্ম প্রসঙ্গে উদয়নিধিকে একহাত নেন তিনি।

যোগী বলেন, সনাতন ধর্ম আসলে সূর্যের মতো শক্তির উৎস। যারা বোকা, তারাই সূর্যের দিকে থুথু ছোড়ে। শেষ পর্যন্ত নিজেদের দিকেই ফিরে আসে তাদের ছোড়া থুথু। ৫০০ বছর আগেও সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা হয়েছিল। কিন্তু আজ অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে। বিরোধীরা দেশের উন্নতির কাজে বাধা দিলেও তারা সফল হবে না।

তিনি আরও বলেছেন, সনাতন ধর্মকে যারা অপমান করতে গেছিলেন তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। রাবণের ঔদ্ধত্য, কংসের হুংকার, বাবর-ঔরঙ্গজেবের অত্যাচার-সনাতন ধর্মকে কোনও কিছুই শেষ করতে পারেনি। তাহলে এই ক্ষমতালোভী পরজীবীরা কী করে সনাতন ধর্মকে ধ্বংস করার কথা ভাবছে? ভুলে গেলে চলবে না, সনাতন ধর্ম আসলে চিরন্তন সত্য। তার বিনাশ ঘটানো যায় না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bz5e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন