রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে গত রাতভর ইসরায়েলি ড্রোন হামলায় ৩ জন নিহত হয়েছে। শনিবার (২ আগস্ট) রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আটটি রাশিয়ান অঞ্চল এবং ক্রিমিয়া উপদ্বীপজুড়ে ১১২টি ড্রোন আটক করেছে বা ধ্বংস করা হয়েছে।
ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তে রোস্তভ অঞ্চলে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।
আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কোর মতে, সামনের সারির আরও দূরে পেনজা অঞ্চলের ব্যবসায়িক প্রাঙ্গণে ড্রোন হামলায় একজন নারী নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন।
আরেক আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশ্চেভ জানিয়েছেন, সামারা অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে একজন বয়স্ক বাসিন্দা মারা গেছেন।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়াও গত রাতভর ইউক্রেনে ৫৩টি ড্রোন এবং ডিকয় হামলা চালিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ৪৫টি ড্রোন গুলি করে ভূপাতিত বা আটকে দিয়েছে।
গভর্নর ওলেহ সিনিহুবভ শনিবার জানিয়েছেন, খারকিভ অঞ্চলে রাতভর ড্রোন হামলায় ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক দিনের শোক পালনের পর এই পারস্পরিক ড্রোন হামলা চালানো হলো। গতকাল রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ ৩১ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি প্রচেষ্টার অগ্রগতির জন্য ৮ আগস্ট পর্যন্ত ‘সংক্ষিপ্ত সময়সীমা’ বেঁধে দেওয়ার পর এসব হামলা চলছে।
ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ায় যাচ্ছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোকে চাপ দিতে। অগ্রগতি না হলে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন তিনি।