রাশিয়ায় বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ জন আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ দেশটির আমুর অঞ্চলে পাওয়া গেছে। সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য নিশ্চিত করেছে।
উদ্ধারকর্মীরা জ্বলন্ত অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন বলে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির স্থানীয় সংবাদসংস্থাগুলো বলছে, প্রাথমিক তথ্যানুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই।
রাশিয়ার আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা এবং ফায়ার সেইফটি সেন্টার সংবাদসংস্থা তাসকে বলেছে, আকাশপথে ঘটনাস্থল পরিদর্শনের সময় জীবিত কোনও ব্যক্তিকে দেখা যায়নি।
এর আগে রুশ স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামে বিমানসংস্থা দ্বারা পরিচালিত অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়।
ইন্টারফ্যাক্স বলছে, রাশিয়ান উদ্ধারকর্মীরা বিমানের মূল অংশ জলন্ত অবস্থা খুঁজে পেয়েছে। এবং বিমানের ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে মিলেছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন। এ ছাড়া এতে ছয়জন ক্রু সদস্য ছিলেন।