English

26.4 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
- Advertisement -

রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প, কয়েক দেশে সুনামির সতর্কতা

- Advertisements -

কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রাশিয়ার পূর্ব উপকূলে। ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ কয়েক দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৮.৭ মাত্রার ভূমিকম্পটি রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৭৮ মাইল (১২৬ কিলোমিটার) দূরে, ভুগর্ভের ১৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

পরে ভূমিকম্পের মাত্রা সংশোধন করে ৮ দশমিক ৮ করা হয়। রাশিয়ার আঞ্চলিক জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, ভূমিকম্পের ফলে ৩-৪ মিটার উচ্চতার সুনামি তৈরি হয়েছিল। ভূমিকম্পে রাশিয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির তাস নিউজ এজেন্সি।

এদিকে ভূমিকম্পের পরপর সুনামির সতর্কতা জারি করা হয়েছে রাশিয়ায়। জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সমগ্র পশ্চিম উপকূল, আলাস্কার কিছু অংশ, হাওয়াই এবং গুয়ামে।

উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাপান। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুনামির ঢেউ ৩ থেকে ৪ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।

হাওয়াইয়ের বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। হাওয়াইয়ের রাজধানী হানুলুলুর জরুরি ব্যবস্থাপনা বিভাগ সামাজিক যোগাযোগ মধ্যমে বাসিন্দাদের উদ্দেশে বলেছে, ধ্বংসাত্মক সুনামির ঢেউ প্রত্যাশিত, পদক্ষেপ নিন!
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pj8e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন