হংকংয়ের আবহাওয়া বিভাগ মঙ্গলবার জানিয়েছে, শহরটি রেকর্ড পরিমাণ গরমে বছরের সবচেয়ে উষ্ণ অক্টোবর পার করেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে চরম গরম আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠবে।
হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
হংকং অবজারভেটরি জানিয়েছে, দক্ষিণ চীনের ওপর ‘স্বাভাবিকের চেয়ে শক্তিশালী উচ্চ-আকাশীয় অ্যান্টিসাইক্লোন’ থাকার কারণে মাসটি আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত শহরটিতে অস্বাভাবিকভাবে উষ্ণ ছিল। অক্টোবরের শেষ দিকে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস দক্ষিণ চীনের উপকূলে পৌঁছায়।
সংস্থাটি জানায়, ‘অক্টোবর মাসে গড় তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্নœ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস-যা অক্টোবর মাসের জন্য রেকর্ড ।’
গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা অক্টোবর মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
আবহাওয়া বিভাগ আরও জানায়, ১৮৮৪ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এবারই সবচেয়ে বেশি ‘অত্যন্ত উষ্ণ দিন’—যখন তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি নিবন্ধিত হয়েছে।
এছাড়া মাসজুড়ে মোট সাতটি ‘ উষ্ণ রাত’ রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ১৯ অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস-যা বছরের সর্বশেষ উষ্ণতম রাত ।
অক্টোবরের শুরুতে আবহাওয়া বিভাগ জানায়, শহরটি এ বছর অন্যতম ভয়াবহ টাইফুন মৌসুম পার করেছে, যেখানে অন্তত ১২টি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে-যা ১৯৪৬ সালের পর সর্বোচ্চ।
২০২৫ সালে ব্রিটেন, স্পেন, জাপান এবং দক্ষিণ কোরিয়া তাদের ইতিহাসের সবচেয়ে গরম গ্রীষ্ম পার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশের আবহাওয়া সংস্থাগুলো।
