English

30.4 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
- Advertisement -

লস অ্যাঞ্জেলেসে এবার ২০০০ ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন মোতায়েন

- Advertisements -

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ দিনে দিনে আরও বেড়েই চলেছে। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন এবার ২০০০ ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা এপি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে অস্থায়ীভাবে প্রায় ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত ২০০০ ন্যাশনাল গার্ড সদস্যরা সেখানে না পৌঁছানো পর্যন্ত তারা সেখানে থাকবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা চতুর্থ দিনের মতো লস অ্যাঞ্জেলেসে শত শত মানুষের বিক্ষোভ চলছে। তারা একটি ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে এসে জড়ো হয়েছেন। এখানে অভিবাসীদের আটকে রাখা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার এই সেনা মোতায়েনকে চ্যালেঞ্জ জানিয়ে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করে। এ প্রসঙ্গে গভর্নর গ্যাভিন নিউসোম বলেছেন, ‘এটি ফেডারেল আইন এবং রাজ্যের সার্বভৌমত্বের লঙ্ঘন।’

তিনি জানান, ট্রাম্প আরও ২০০০ ন্যাশনাল গার্ড সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডনেল জানান, মেরিন সেনা মোতায়েন সম্পর্কে তার বিভাগ আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি।

এদিকে ট্রাম্প বলেন, ‘আমি আর কোনো উপায় দেখছি না। সহিংসতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে আমাকে পদক্ষেপ নিতেই হবে।’

তবে, ডেমোক্র্যাটরা ট্রাম্পের এই পদক্ষেপকে ‘বলপূর্বক ক্ষমতা প্রয়োগ’ বলে অভিহিত করেছেন। গভর্নর নিউসোমের অফিসের পক্ষ থেকে ট্রাম্পের এই ধরনের সামরিক হস্তক্ষেপকে সম্পূর্ণ অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং নজিরবিহীন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4x22
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন