English

36 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

লাদাখের লেহ জেলায় অনুপ্রবেশ করলো চীনা সেনা

- Advertisements -
Advertisements
Advertisements

গালওয়ান উপত্যকায় সমস্যা মেটেনি। তার মধ্যেই ফের লাদাখের লেহ জেলায় আবারও অনুপ্রবেশ করলো চীনা সেনারা। তবে এ নিয়ে ভারতীয় সেনা বা লাদাখ প্রশাসন মুখ খোলেনি। গতকাল লেহ জেলার রাশপো উপত্যকায় ডোকবুক কাকজুং এলাকার বাসিন্দাদের তোলা একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যাচ্ছে, দু’টি গাড়িতে আসা চীনাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়েরা।
ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) সূত্রে খবর, দিন দশেক আগে ওই এলাকার চাংথাং গ্রামের কাছে দু’টি গাড়িতে ভারতীয় এলাকায় ঢুকে আসে সাত জন চীনা সেনা। ওই এলাকায় ভারতীয় যাযাবর জনগোষ্ঠীর সদস্যদের পশুচারণে আপত্তি জানায় তারা।
তাদের দাবি করে, ওই এলাকা চীনের নিয়ন্ত্রণাধীন। তাদের দাবির প্রতিবাদ জানান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান আইটিবিপি’র অফিসার-সেনারাও। তারা দু’টি গাড়িকে ঘিরে প্রতিবাদ জানাতে শুরু করেন। শেষ পর্যন্ত তারা ফিরে যায়।
আইটিবিপি সূত্রের মতে, ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা স্পষ্ট চিহ্নিত নয়। সেখানে ভারতীয় ও চীনা পশুপালকেরা পশুচারণ করতে যান। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। এখন ওই অঞ্চলে স্থিতাবস্থা রয়েছে। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্তরে চীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বিষয়টি নিয়ে সরকারি ভাবে মুখ খুলতে রাজি নয় লাদাখ প্রশাসন বা সেনা। তবে স্থানীয় বিজেপি কাউন্সিলর নিয়োমা ইশে স্পালজাং ঘটনার কথা স্বীকার করেছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন