English

27 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
- Advertisement -

লিভারপুল সমর্থকদের ভিড়ে গাড়ি চাপায় কমপক্ষে ৫০ জন আহত

- Advertisements -

ইংল্যান্ডে লিভারপুল প্রিমিয়ার লিগের বিজয় মিছিল চলাকালীন একটি গাড়ি জনতার উপর চাপা দিলে চার শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (২৬ মে) সন্ধ্যায় লিভারপুলের ওয়াটার স্ট্রিটে এই ঘটনা ঘটে। লিভারপুল ফুটবল ক্লাবের শিরোপা উদযাপন দেখতে সেখানে হাজারো সমর্থক জমায়েত হয়েছিলেন।

মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। তবে তিনি নিশ্চিত করেন যে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়।

এই ঘটনায় ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ, ব্রিটিশ এবং লিভারপুল এলাকার বাসিন্দা।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডব্লিউএএস) এর ডেভ কিচিন বলেন, এরইমধ্যে ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ২০ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে।

আহতদের মধ্যে চার শিশুও রয়েছে। তিনি বলেন, হাসপাতালে নেয়া দুইজনের মধ্যে একজন শিশুও গুরুতর আহত হয়েছে।

লিভারপুলের ভক্তরা প্রিমিয়ার লিগ ২০তম শীর্ষ শিরোপা জয়ের দলটির উদযাপনে, হাজারো মানুষের সাথে রাস্তায় নেমে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিয় ফুটবল দলের শিরোপা জয় উদযাপন দেখতে আসা হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে একটি কালো রঙের যাত্রীবাহী গাড়ি উঠিয়ে দেয়া হয়। এ সময় কয়েকজন গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন। গাড়িটা ভিড়ের মধ্যে আরও সামনে এগোতে থাকলে এর নিচে চাপা পড়েন আরও অনেকেই।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন