English

30 C
Dhaka
সোমবার, জুন ১৭, ২০২৪
- Advertisement -

লুকিয়ে আল-আকসায় ছাগল নেওয়ার চেষ্টা ইহুদি তরুণীর

- Advertisements -
মুসলিমদের পবিত্র স্থান আল-আকসায় ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন এক ইহুদি তরুণী। তবে দম বন্ধ হয়ে ছাগলটি মারা গেছে বলে জানা গেছে। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের ৩য় পবিত্রতম মসজিদ। ইহুদি-খ্রিষ্টানদের কাছেও আল-আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইহুদিরা বিশ্বাস করে, আল-আকসাই ছিল তাদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়।
আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, এক যুবতী ইসরায়েলি নারী তার পোশাকের নীচে একটি ছোট ছাগল লুকিয়ে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় প্রবেশের চেষ্টা করেছিলেন।  তিনি অন্তঃসত্ত্বার ভান করে তার জামার নিচে ছাগলটি লুকিয়ে রেখেছিলেন। বুধবার (২২ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

পোশাকের নীচে নড়াচড়া পুলিশের নজরে আসলে ধরা পড়ে যান ওই নারী। আর্মি রেডিও বলছে, ওই নারীকে পুলিশ পরে গ্রেপ্তার  করে কিন্তু ছাগলটি পোশাকের নীচে দম বন্ধ হয়ে মারা গিয়েছিল।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রান্তিক ধর্মীয় গোষ্ঠীগুলো জেরুজালেম পবিত্র স্থানে পশু বলি দেওয়ার চেষ্টা করেছে। ইহুদিদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পাসওভার।
এই উৎসবের আগে উগ্রবাদী ইহুদিরা জেরুজালেম শহরের আল-আকসা প্রাঙ্গণে প্রাণী বলি দেওয়ার চেষ্টা করে আসছেন।
‘দ্য রিটার্নিং টু দ্য মাউন্ট গ্রুপ’ প্রতি বছর পাসওভারের আগে ধর্মীয় আচার পালনের জন্য প্রাণী বলি দেওয়ার অনুমতি চায় কর্তৃপক্ষের কাছে। তবে ইসরায়েলের কর্মকর্তারা এভাবে প্রাণী বলি দেওয়ার অনুমতি দেন না। বেশিরভাগ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা বিশ্বাস করেন, এটি একটি ধর্মীয় স্থান এবং এ ধরনের কাজ তীব্র অঞ্চলজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি করবে।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন